• রানাঘাট জেলা পুলিসের উদ্যোগে ‘সাইবার ম্যান’-এর উদ্বোধন
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: রানাঘাট জেলা পুলিসের উদ্যোগে মঙ্গলবার ‘সাইবার ম্যান’ নামে একটি ম্যাসকটের উদ্বোধন করা হয়। কল্যাণীতে পুলিস সুপারের দপ্তরে ম্যাসকটটির উদ্বোধন হয়। পাশাপাশি সাইবার অপরাধের ফাঁদে যাতে সাধারণ মানুষ পা দিয়ে না ফেলে, তার জন্য এআই প্রযুক্তির সাহায্যে ছোট ছোট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এছাড়াও বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে গিয়েও সচেতনতার শিবির করার কথা জানানো হয়।

    পুলিস সুপার কুমার সানি রাজ বলেন, আমাদের জেলায় রানাঘাটের কুপার্স ক্যাম্প থেকে প্রচুর সাইবার অপরাধ হচ্ছে। সেখান থেকে রাজ্যের বাইরেও অপরাধের জাল ছড়ানো হচ্ছে। পুলিসের তৎপরতায় এর অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। আগামী মাস খানেকের মধ্যে আমরা কুপার্স ক্যাম্পকে সাইবার অপরাধমুক্ত করতে উদ্যোগ নিয়েছি। গত আট মাসে এই জেলা থেকে মোট ৩৩টি কেসে ২৫ জন সাইবার অপরাধী গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। এছাড়াও ১৪২টি মোবাইল ফোন, ১১৬টি ক্রেডিট কার্ড, ১৩৩টি ব্যাঙ্কের পাস বই সহ বহু জিনিস উদ্ধার হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)