হাওড়া জেলা হাসপাতালে ১০ বছর ধরে বিনা বরাতেই চলছে সিটি স্ক্যান সেন্টার, উঠল প্রশ্ন
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত দশ বছর ধরে বিনা বরাতেই হাওড়া জেলা হাসপাতালে পিপিপি মডেলে সিটি স্ক্যান সেন্টার চালাচ্ছে একটি বেসরকারি সংস্থা। তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের চুক্তি ২০১৪ সালে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপর একাধিকবার টেন্ডার ডাকা হলেও অজানা কারণে তা খোলা হয়নি। ফলে নতুন কোনও সংস্থাকে বরাতও দেওয়া হয়নি। এক্ষেত্রে বছর কয়েক আগে স্বাস্থ্যদপ্তর ওই সিটি স্ক্যান মেশিনকে ‘পুরনো মডেল’ বলে চিহ্নিত করলেও বেসরকারি সংস্থাটি তা বদল করেনি। স্বভাবতই এ নিয়ে উঠতে শুরু করেছে। এ নিয়ে হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
স্বাস্থ্যদপ্তরের শোকজ নোটিস হাতে পাওয়ার পর হাওড়া জেলা হাসপাতালে পিপিপি মডেলে চলা সিটি স্ক্যান সেন্টারের বাইরে নির্দেশাবলী টাঙিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। বিনা বরাতে গত ১৪ বছর ধরে একটি সংস্থা কীভাবে সরকারি হাসপাতালের ভিতর সিটি স্ক্যান সেন্টার চালাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা স্বাস্থ্যদপ্তরের দাবি, হাসপাতালের সিটি স্ক্যান সেন্টারকে দ্রুত অন্য কোনও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
বর্তমানে যে সংস্থাটি হাওড়া হাসপাতালের ভিতর এই সিটি স্ক্যান সেন্টার চালায়, তারা ২০১০ সালে দু’বছরের জন্য বরাত পেয়েছিল। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এরপর সেই মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে ২০১৪ সাল পর্যন্ত করা হয়। কিন্তু এরপর অজানা কারণে আর কোনও সংস্থাকে বরাত দেওয়া হয়নি, এমনকী, আগের চুক্তি পুনর্নবীকরণও করা হয়নি।
শুধু হাওড়া হাসপাতাল নয়, কৃষ্ণনগর ও সিউড়ি সদর হাসপাতালেও একই বেসরকারি সংস্থা ‘পুরনো মডেল’-এর সিটি স্ক্যান মেশিন দিয়েই রোগ পরীক্ষার কাজ চালাচ্ছে। গত শনিবার রাতে হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান সেন্টারের ভিতরে এক কর্মীর বিরুদ্ধে নাবালিকা রোগীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। জেলা স্বাস্থ্যদপ্তর ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থাকে শোকজ করেছে। ঘটনার পর সিটি স্ক্যান সেন্টারের বাইরে একটি নোটিস টাঙিয়েছে সংস্থাটি। তাতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেন্টারে মহিলা কর্মী থাকবেন। অন্য সময় কোনও মহিলা রোগীকে সিটি স্ক্যান করাতে হলে ভিতরে তাঁর পরিবারের সদস্যকে উপস্থিত থাকতে হবে। তবে ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থার বরাত বাতিলের পাশাপাশি নতুন করে হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান সেন্টারের টেন্ডার ডাকতে চলেছে জেলা স্বাস্থ্যদপ্তর। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হবে। জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে’।