• উচ্ছেদের প্রতিবাদ, শেওড়াফুলি স্টেশনে থালা হাতে বিক্ষোভ
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: থালা হাতে হকারদের বিক্ষোভ। প্রতিরোধে পিছু হটল রেল। মঙ্গলবার হুগলির শেওড়াফুলি স্টেশনে উচ্ছেদ অভিযানে গিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু হকারদের তীব্র প্রতিবাদের মুখে তাদের পিছু হটতে হয়। উচ্ছেদ অভিযান ও তার প্রতিরোধ ঘিরে দুপুরে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। প্রতিরোধের মুখে রেল কর্তৃপক্ষ বলপ্রয়োগ করার পথেও হাঁটেনি। তবে রাত পর্যন্ত মোতায়েন ছিল রেল পুলিস। হকারদের আশঙ্কা, রাতের অন্ধকারে রেল পুলিস উচ্ছেদ চালাতে পারে। এ নিয়ে শেওড়াফুলি স্টেশনের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি। রেল সূত্রে জানা গিয়েছে, এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। সে কারণে নতুন পরিকাঠামো তৈরির কাজ করা হচ্ছে। হকারদের সরে যাওয়ার জন্য আগেই নোটিস দেওয়া হয়েছে। কিন্তু হকাররা জবরদখলের জায়গা খালি করে দেননি। যদিও হকারদের দাবি, পুনর্বাসন না দিয়ে কোনও উচ্ছেদ করা যাবে না। সেই চেষ্টা হলে প্রতিরোধ করা হবে। প্রসঙ্গত ২০২৪ সালের শুরু থেকেই হকার উচ্ছেদের কাজে নেমেছে রেল। এ নিয়ে বিক্ষিপ্ত অশান্তি হলেও অনেক স্টেশনেই হকার উচ্ছেদের কাজ রেল করে ফেলেছে। 
  • Link to this news (বর্তমান)