• স্কুল গেমস শ্যুটিংয়ের রাজ্যস্তরের প্রতিযোগিতা, হুগলির মুকুটে ৮ সোনা সহ ১৫ পদক
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্যস্তরের স্কুল গেমস শ্যুটিং প্রতিযোগিতায় চোখ ধাঁধানো ফল হুগলি জেলার। রাজ্য সরকার আয়োজিত এই প্রতিযোগিতার আসর থেকে হুগলির অংশগ্রহণকারীরা আটটি সোনা, তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছে। সার্বিকভাবেও ছেলে ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়নস ট্রফি পেয়েছে হুগলি। ৬৮তম রাজ্য স্কুল ক্রীড়ার শ্যুটিং প্রতিযোগিতা সম্প্রতি দমদমের রাজ্য অ্যাকাডেমিতে হয়েছিল। সেখান থেকে একাধিক পদক নিয়ে ফিরেছে হুগলির ১৪ থেকে অনূর্ধ্ব ১৯ বয়সের পড়ুয়ারা। এয়ার রাইফেল, পিস্তল সব খেলাতেই দাপট দেখিয়েছে টিম হুগলি। শ্যুটিংয়ের মতো প্রতিযোগিতায় জেলার স্কুলের শিক্ষার্থীদের সাফল্য দেখে উচ্ছ্বসিত জেলার শিক্ষা ও ক্রীড়াকর্তারা। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, আমরা এই খেলোয়াড়দের সংবর্ধনা দেব। ওরা জেলার মুখ উজ্জ্বল করেছে। শ্রীরামপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী সৃজা দাস দলের মধ্যে কমবয়সি। সে স্বর্ণপদক জিতেছে। তার বক্তব্য, ভবিষ্যতে দেশের হয়ে খেলতে চাই। হুগলি জেলায় অনেকেই শ্যুটিংয়ে আগ্রহ দেখাচ্ছে। সকলের জন্য ভালো প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হোক। 
  • Link to this news (বর্তমান)