• উড়ালপুল তৈরির লক্ষ্যে সমীক্ষা শুরু
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগরের ২৩ নম্বর রেলগেটে উড়ালপুল তৈরির লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হল। মঙ্গলবার পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা ওই গেট সংলগ্ন ফিডার রোড ও ঘোষপাড়া রোডে সমীক্ষা চালালেন। জায়গাটি খুবই সংকীর্ণ। রোজ যানজটে জেরবার হতে হয় সাধারণ মানুষকে। সাংসদ পার্থ ভৌমিক ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ওই রেলগেটের উপরে উড়ালপুল করার জন্য একটি চিঠি দিয়েছিলেন। সেখান থেকে সবুজ সঙ্কেত আসার পরেই সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু শ্যামনগর নয়, এই উড়ালপুল তৈরি হলে ভাটপাড়া এবং নোয়াপাড়ার হাজার হাজার মানুষও উপকৃত হবে।
  • Link to this news (বর্তমান)