• যানজট এড়াতে বাণিজ্যিক গাড়ি চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগী হল কল্যাণী পুরসভা
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: রাস্তায় দিনে দিনে বেড়ে চলেছে গাড়ির সংখ্যা। কল্যাণীর মতো তুলনামূলক নিরিবিলি শহরেও এখন যানজট নিত্যদিনের সমস্যা। তাই রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ কমাতে এবার শহরের প্রধান রাস্তায় সব ধরনের বাণিজ্যিক গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে কল্যাণী পুরসভা। শহরের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন, আগে কল্যাণী মেইন স্টেশন থেকে তিনটি রুটে অটো চললেও এখন শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত কুড়িটি রুটে অটো, ম্যাজিক গাড়ি বা ট্রেকার চলছে। সেই সঙ্গে রয়েছে হাজার হাজার টোটো। ফলে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তাই পুরসভা ঠিক করেছে, পুজোর আগে আপাতত শহরের একটি রাস্তায় অফিসটাইমে বাণিজ্যিক গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে কল্যাণী পুরভবন থেকে স্টেডিয়ামের পাশে নেতাজি পার্ক পর্যন্ত প্রত্যেকদিন সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যান চলাচল বন্ধ থাকবে। বিশেষ করে অটো, টোটো, বাস, ট্রাক এই সময় ওই রাস্তা দিয়ে চলাচল করবে না। তার পরিবর্তে ওই সময় গাড়িগুলিকে মহাবিদ্যালয়ের সামনের রাস্তা ব্যবহার করতে হবে। অ্যাম্বুলেন্স, যে কোনও সরকারি বা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল স্টেডিয়ামের সামনের রাস্তা ব্যবহার করতে পারবে। টোটো চলাচল নিয়েও কড়া পদক্ষেপ করেছে পুরসভা। জানা গিয়েছে, রবিবার থেকে কল্যাণী পুরসভার দেওয়া রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোনও টোটো শহরের রাস্তায় চলাচল করতে পারবে না। গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করতে পুরসভাকে সাহায্য করবে পরিবহণ দপ্তর ও পুলিস। পুরসভার এই উদ্যোগে খুশি শহরের বাসিন্দারা। কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, ‘গুরুত্বপূর্ণ ওই রাস্তায় নিত্যদিন যানজট তৈরি হচ্ছে। তাই আপাতত বাণিজ্যিক গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।’ 
  • Link to this news (বর্তমান)