• রেজিস্ট্রেশন বাতিলের আর্জি
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তারি করার অধিকার কেড়ে নেওয়ার জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) কাছে পাঠানো হয়েছে চিঠি। রাজ্য আইএমএ’র তরফে পাঠানো ওই চিঠিতে সন্দীপের রেজিস্ট্রেশন নম্বর বাতিলের আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাঁর আ‌ইএমএ’র সদস্যপদ রদ করা হয়। সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ আর ভি অশোকন সে খবরের সত্যতাও স্বীকার করেন। সূত্রের খবর, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতেই আইএমএর ডিসিপ্লিনারি কমিটি গঠন করে। শুধু তাই নয়, সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিজেই নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন। আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু হয়েছিল। তারপরই সন্দীপকে সাসপেন্ড করে আইএমএ। প্রসঙ্গত, সন্দীপ কলকাতা আইএমএর সহসভাপতি ছিলেন। তবে, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন সচরাচর কোনও চিকিত্সকের রেজিস্ট্রেশন বাতিল করা হয় না।
  • Link to this news (বর্তমান)