• নিউটাউনে ব্যবসায়ী খুনে ধৃত আরও ১
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ব্যবসায়ী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। তাকে জেরা করে দুই শ্যুটারের খোঁজ করা হচ্ছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাকিবুল্লা। বাড়ি হাড়োয়ায়। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, শ্যুটারদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এমনকী, ব্যবসায়ী নাসিরুদ্দিনের গতিবিধির উপর নজর রাখছিল এই বাকিবুল্লা। ঘটনার দিন সে আগে থেকেই নিউটাউনে হাজির ছিল বলে জানতে পেরেছে পুলিস। তবে, কী কারণে এই খুনের ঘটনা, তার এখনও স্পষ্ট নয়। টাকা-পয়সা, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিস। প্রসঙ্গত, শনিবার রাতে নিউটাউনের ইকোপার্ক থানার রামমন্দির আইল্যান্ড এলাকায় এসেছিলেন ২৭ বছরের তরুণ ব্যবসায়ী নাসিরুদ্দিন খান। ভাঙড়ের পোলেরহাট থানার পদ্মপুকুর এলাকায় তাঁর বাড়ি। তিনি একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়। দু’জন বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। তাঁর মাথায় গুলি লেগেছিল। সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। নাসিরুদ্দিনের পরিবারের তরফে দায়ের করা এফআইআরে তাঁর ব্যবসায়িক পার্টনার রফিকুল ইসলাম ওরফে পরাগের নাম ছিল। হাড়োয়ায় পরাগের সঙ্গে নাসিরুদ্দিন ইটভাটার ব্যবসা শুরু করেছিল। পরাগ প্রায় ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল বলে অভিযোগ। তা নিয়ে গণ্ডগোল চলছিল। ঘটনার পর পুলিস পরাগকে গ্রেপ্তার করে। এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, পরিকল্পনা করে নাসিরুদ্দিনকে খুন করা হয়। শ্যুটার ও মাস্টারমাইন্ডের সঙ্গে বাকিবুল্লা কার্যত মিডলম্যানের কাজ করছিল। সে ওইদিন রাতে চায়ের দোকানের কাছে এসেছিল। তাকে জেরা করে এই খুনে জড়িত বাকিদের খোঁজ চলছে। পুলিসের দাবি, বাকিদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে। বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার (নিউটাউন) মানব সিংলা বলেন, এই খুনের সঙ্গে বাকিবুল্লার যোগ পাওয়া গিয়েছে। আরও দু’-একজন যুক্ত আছে। তাদের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)