LIVE: আজ প্রদীপ হাতে পথে নামার ডাক জুনিয়র চিকিৎসকদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর
আজ তক | ০৪ সেপ্টেম্বর ২০২৪
আরজি করে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সুবিচারের দাবিতে আন্দোলন চলছে। লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হল আরেক কর্মসূচি । বুধবার অর্থাৎ আজ তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । এদিন রাত ৯টা থেকে ১০টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানববন্ধনে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন 'বিচার পেতে আলোর পথে'।
মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্য়ুইট করে লেখেন, "স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বীকার করে নিতে হবে, পশ্চিমবঙ্গে কর্মরত মহিলারা রাতের বেলা নিরাপদ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। এর আগে নবান্ন থেকে ঘোষণা করেছিলেন আপনার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, মেয়েদের নাইট ডিউটি দেওয়া কমিয়ে দিতে হবে। আজ আপনি স্বীকার করেন, সম্মতি দিয়েছেন যে মহিলাদের রাতের কাজের সময় কমতে চলেছে। কারণ আপনার সরকার কর্মরত মহিলাদের জন্য রাতের বেলা নিরাপদ কাজের পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো রাতে হাসপাতালে ভর্তি হওয়া নারী রোগীদের কী হবে? কে তাদের দেখাশোনা করবে? তাদের নিরাপত্তা এবং মর্যাদার কী হবে? এই সমস্যার একমাত্র সমাধান হল আপনাকে পদত্যাগ করতে হবে এবং একজন দক্ষ প্রশাসকের জন্য পথ তৈরি করতে হবে।"
আজও কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের
আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে আজ ‘বিচার পেতে আলোর পথে’ কর্মসূচির আয়োজন করছেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা জানিয়েছে, সহপাঠী খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। এই কর্মসূচিতে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও ৷ তবে এই কর্মসূচির পরে রাত্রি ১১টা থেকে কর্মসূচি নিয়েছেন সিনিয়র ডাক্তাররা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরের তরফে ডাকা হয়েছে এই কর্মসূচি । কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল । মোট ২৯ টি জায়গায় রাত দখল করবেন চিকিৎসকরা ।
কাল সুপ্রিম কোর্টে শুনানি
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলার শুনানি রয়েছে ৷ ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কী বলে তার অপেক্ষাতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা । প্রতিবারের ন্যায় এইবারেও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে আন্দোলন মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনা হবে লাইভ শুনানি । তার উপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি ঠিক করবেন জুনিয়র চিকিৎসকরা । কর্মবিরতি চলবে নাকি নতুন কোনও সিদ্ধান্ত নেবেন। যদিও বর্তমানে জুনিয়র চিকিৎসকরা টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন ।
রাজ্যের সব ব্লকে বিজেপির প্রতিবাদ
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোমবার রাজ্যের সব জেলায় বিজেপির কর্মসূচি ছিল। আজ বুধবার রাজ্যের সব ব্লকে বিজেপির প্রতিবাদ কর্মসূচি রয়েছে। পদ্ম শিবির সিদ্ধান্ত নিয়েছে, সব ব্লক দফতরে ধর্নায় বসবেন নেতা-কর্মীরা। আজ রাত ৯টা থেকে ১০টা গোটা রাজ্যে বাড়ির আলো নিভিয়ে রাখার ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সেই কর্মসূচিকেও সমর্থন করেছে বিজেপি।
নিজাম প্যালেসে কংগ্রেসের অভিযান
আজ কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান রয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে সিবিআই দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠকদের।