২৪ ঘণ্টার মধ্যেই বাংলার আবহাওয়ায় বড় বদল, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস
আজ তক | ০৪ সেপ্টেম্বর ২০২৪
আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষেই হতে চলেছে বাংলার আবহাওয়ায় বড় বদল। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের সম্ভাবনা। এর ফলেই বদলে যেতে পারে রাজ্যের আবহাওয়া। আপাতত আজ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া।
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ
নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার পশ্চিমমধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এই কারণে বুধবারের পর থেকে বাংলার আবহাওয়ার গতিবিধিতে পরিবর্তন দেখা দিতে পারে। সেইসঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দেশে বর্তমানে দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে ও একটি বিদর্ভের উপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। বুধবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আজ খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলার কয়েক জায়গায়। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র, শনি ও রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
উত্তরবঙ্গে আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
কলকাতার পরিস্থিতি
শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।