• ফাঁকা বাড়ি থেকে তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার যুবক
    হিন্দুস্তান টাইমস | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে দু’দিন ধরে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। রবিবার ঘটনা ঘটলেও পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে নির্যাতিতাকে উদ্ধার করেন। আর রাতেই থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ওই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনায় এখন আলোড়ন পড়ে গিয়েছে।

    আরজি কর হাসপাতালের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। তার মধ্যেই আরও একটা ধর্ষণ কাণ্ড আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। এই ঘটনা নিয়ে নির্যাতিতার দাদা জানান, ওই ঘটনার দিন বাড়িতে তাঁর বোন একা ছিলেন। তখন অভিযুক্ত তাঁর বোনকে বাড়ি থেকে অপহরণ করে। আর নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতিতার দাদা বলেন, ‘‌আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি খেলার মাঠ আছে। রবিবার সেই মাঠে স্ত্রী–ছেলে–মেয়েকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলাম। বোন বাড়িতে একা ছিল। সেই সুযোগে অভিযুক্ত আমাদের বাড়ি থেকে বোনকে অপহরণ করে এবং তিন কিলোমিটার দূরে ফাঁকা জায়গায় ধর্ষণ করে।’‌

    স্থানীয় সূত্রে খবর, এই পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তরুণীকে আর দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ওই নির্যাতিতাকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকাতেই বাড়ি অভিযুক্ত যুবকের। এই ঘটনার আগে অভিযুক্ত যুবক তাঁর স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় বলে অভিযোগ। তার পর তরুণীকে অপহরণ করে। আর দু’দিন ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে নির্যাতিতাকে উদ্ধার করা হয়। নির্যাতিতার দাদার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন নির্যাতিতার দাদা। এই ঘটনা নিয়ে‌ ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

    অগস্ট মাসেই দক্ষিণ দিনাজপুর জেলায় এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা এসেছিলেন নাবালিকা ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে। এবার আরও এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল। এই অভিযোগগুলির প্রেক্ষিতে অভিযুক্তদের কঠোরতম সাজার দাবি তুলেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। এই সংগঠনের নেতা অমল মার্ডি বলেন, ‘‌আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে আমাদের জেলায় আদিবাসী মেয়েদের উপর অপরাধ হচ্ছে। আমরা বিষয়টিকে ভালভাবে নিচ্ছি না।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)