আন্দোলনরত চিকিৎসকদের 'কসাই' বলে কটাক্ষ করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। এই মন্তব্যে জোর বিতর্ক শুরু হয়। এ বার আরজি কর কাণ্ড নিয়ে চিকিৎসকদের আন্দোলনকে অসম্মান, ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালতে মামলার শুনানি হতে পারে শুক্রবার।
ঠিক কী মন্তব্য করেছিলেন লাভলি?
আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে গত রবিবার সোনারপুর মো়ড়ে ধর্নায় বসেছিলেন লাভলি। সেই মঞ্চ থেকেই তিনি বাম নেতা সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে 'বদলা' নেওয়ার কথা বলেছিলেন।ধর্না পঞ্চে বক্তব্য পেশের সময় তিনি আরও বলেন, '২০১১ সালে রাজ্যে পালা বদল হয়েছিল। কিন্তু বদলা হয়নি। তাই সিপিএমের সায়ন, সুজনরা ঘুরে বেড়ায়। আজকে ২০২৪ সালে দাঁড়িয়ে বলছি, ২০১১-তে বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে? কী হবে তো?'
লাভলির সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কী ভাবে নামাতে হয় আমরা জানি। আমরা শান্ত রয়েছি, কিন্তু দুর্বল নই।'
এই মঞ্চ থেকেই লাভলি চিকিৎসকদের উদ্দেশে বলেন, 'দিনের পর দিন আন্দোলনের নামে গরিব, প্রান্তিক মানুষরা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দিনের পর দিন ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছেন।'
লাভলির এই মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছিলেন, 'যাঁরা এই ধরনের মন্তব্য করছেন তাঁদের বিচারের মুখোমুখি হতে হবে। মানুষ কাউকে ছেড়ে কথা বলবে না।' সায়ন বন্দ্যোপাধ্যায় লাভলির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন।
লাভলির মন্তব্যকে সমর্থন নয় তৃণমূলের
তবে দলীয় বিধায়ক লাভলি মৈত্রের মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘দলীয় তরফে সমস্ত নেতানেত্রীদের জানানো হয়েছে, বিভিন্ন পেশার মানুষ যাঁরা আরজি করের ঘটনার বিচার চেয়ে সুষ্ঠুভাবে আন্দোলন করছেন তাঁদের উদ্দেশে কোনও কটূ কথা বলা যাবে না। তবে যে সব রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, দল শুধু তাদের বিরোধিতা করছে।’ সেই প্রেক্ষিতেই লাভলি মৈত্রের ‘কসাই’ মন্তব্যকে দল সমর্থন করে না বলে স্পষ্ট করেছেন তিনি।