নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারলেন মোটরবাইক চালক। দুর্ঘটনায় জেরে ৫০ ফুট নীচে পড়ে গেলেন মোটরবাইকের পিছনে বসে থাকা আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়েছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আটক করা হয়েছে বাইকটিকে।প্রত্যক্ষদর্শীদের কথায়, দ্রুত গতিতে একটি মোটরবাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুই জন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারেন। চালক রক্ষা পেলেও পেছনে থাকা ব্যক্তি উড়ালপুল থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, গত সোমবারই মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছিল। বাংলাদেশ হাই কমিশনের সামনে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছিল। ঘটনায় কেউ হতাহত হননি। তার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়।