• 'হবু ডাক্তার'-দের র‌্যাগিংয়ের অভিযোগ, ভিডিয়ো ঘিরে শোরগোল
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব রাজ্যের সমস্ত মহল। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে। এরই মধ্যে 'র‌্যাগিং'-এর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন জুনিয়রকে নানান ‘আদেশ’ দিচ্ছেন সিনিয়ররা। আর এই ভিডিয়ো সামনে আসার পরেই অস্বস্তিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানিয়েছেন, ভাইরাল এই ভিডিয়ো নিয়ে তাঁদের কাছে অভিযোগ এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ভাইরাল ভিডিয়োতে ঠিক কী দেখা যাচ্ছে?

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন পড়ুয়া 'রেল গাড়ি' –র মতো এগিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সঙ্গে একাধিক আওয়াজ, নির্দেশ দেওয়া হচ্ছে 'ট্রেনের আওয়াজ জোরে হবে'। অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের র‌্যাগিং করা হত এভাবেই।

    মহিলা জুনিয়র চিকিৎকদের ‘আইটেম সং’-এ নাচতে বাধ্য করা হত বলেও অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সম্প্রতি ছাত্রনেতা হিসেবে পরিচিত মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রাক্তনী মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তিনি র‌্যাগিং করতেন, এই অভিযোগে সরব হন জুনিয়র চিকিৎসকদের একাংশ। এরপরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী জানান, মুস্তাফিজুরকে আর হাসপাতাল চত্বরেই ঢুকতে দেওয়া হবে না। এ নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছিল। তাঁর ‘হাউসস্টাফশিপ’ বাতিল করা হয়। এরই মধ্যে নতুন করে র‌্যাগিংয়ের দাবি সংক্রান্ত ভিডিয়ো প্রকাশ্যে আসা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

    কী বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ?

    মৌসুমী নন্দী জানিয়েছেন, র‌্যাগিং নিয়ে তাঁরা ইতিমধ্যেই অভিযোগ পেয়েছেন। ভাইরাল ভিডিয়োটিও তাঁদের নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখবে অ্যান্টি র‌্যাগিং কমিটি। তদন্তে ভিডিয়োর সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (এই সময়)