• নিয়োগ দুর্নীতি: ED-র অফিসে রাজ্যের মন্ত্রী, বয়ান রেকর্ড হতে পারে
    আজ তক | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই রাজ্যের কারা মন্ত্রীকে ডেকে পাঠানো হয়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ডায়েরিতে চন্দ্রনাথের নাম পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি। বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল ফোন-সহ কিছু কাগজপত্র। ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ডেকে পাঠানো হয় চন্দ্রনাথকে।

    নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র হাতে উঠে এসেছে নানা তথ্য। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী জেলে রয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও জেলে। তাঁদের মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কুন্তলের ডায়েরি থেকে ইডির হাতে উঠে আসে অনেক তথ্য। সেই তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত একাধিক নামের। সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়া গিয়েছে। ইডির তরফে বিভিন্ন নখি চন্দ্রনাথের কাছ থেকে চাওয়া হয়েছে। সেইসব নথি নিয়েই তিনি ইডি দফতরে এসেছেন বলে খবর।

    ইডি সূত্রে খবর, বুধবার চন্দ্রনাথের বয়ান রেকর্ড করা হতে পারে। এছাড়াও মন্ত্রীর ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নম্বর ও হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছিলেন তদন্তকারীরা। সেসব বিষয়ে মন্ত্রীর কাছ থেকে জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
  • Link to this news (আজ তক)