• কল্যাণীর জে এন এম হাসপাতালের প্রিন্সিপালকে সরানো হল
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতালের প্রিন্সিপালকে অভিজিৎ মুখোপাধ্যায়কে‌। আজ, বুধবার এনএমসি যোগ্যতার মান মেনেই এই নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অন্যদিকে প্রিন্সিপালের ঘরের বাইরে হাসপাতালের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই জুনিয়র চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়ারা আন্দোলন করছিল। এমনকি কল্যাণী মেডিক্যাল কলেজে এসে ক্ষমা চাইতে হবে সহ উপাচার্যকে। এমন দাবিও তোলা হয়েছে বলে সূত্রের খবর। এরই মধ্যে প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ায় কার্যত ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে পড়ুয়া সকলেই। এই ঘটনায় অপসারিত প্রিন্সিপাল এর দাবি, এনএমসি-তে যে যোগ্যতা দরকার সেটা কম থাকায় পদ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে, আজ জরুরি বিভাগে পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা। সেখানে কোনও জুনিয়ার চিকিৎসকের দেখাই পাওয়া যায়নি বলে রোগী এবং তাঁদের পরিবারদের অভিযোগ।
  • Link to this news (বর্তমান)