অভিযোগের তির তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। অভিযোগ, সোমবার মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে উঠেছিলেন বিধায়ক। ট্রেন নম্বর ১৩২৬৬। অভিযোগ, বিধায়কের সঙ্গে স্ত্রীর 'নাম' নিয়ে ঘুরছিলেন অন্য এক মহিলা। তাঁরা ১ নম্বর কোচে যাতায়াত করছিলেন। এখন টিটি টিকিট চেক করার সময় দেখেন যে, বিধায়কের স্ত্রীর বয়স বেশি। কিন্তু বিধায়কের সঙ্গে থাকা মহিলার বয়স কম। এরপরই টিটি তাঁকে 'চার্জ' করেন।
এরপরই টিটি-র সঙ্গে বিধায়ক ও ওই মহিলার কথা কাটাকাটি বাধে। হট্টগোল বেঁধে যায়। ওই মহিলার কাছে টিটি তাঁর আইডি কার্ড দেখতে চান। সেখানেই পরিষ্কার হয়ে যায় যে, তিনি অন্য একজন মহিলা। এরপরই ওই মহিলাকে জরিমানা করা হয়। এদিকে অভিযোগ, কথা কাটাকাটির সময়ই ওই টিটিকে খুনের হুমকি দেন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তারপরই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা পড়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে।