• ‘বাঁচার মৌলিক অধিকার দখল করুক মানুষ’, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। যা নিয়ে তৈরি হয়েছিল জটিলতাও। তা সত্ত্বেও ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি। মনে করিয়ে দিলেন মৌলিক অধিকারের কথা। শাসকদলের সাংসদের এহেন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে।

    আর জি কর ইস্যুতে তোলপাড় বাংলা। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসককে হত্যার সুবিচারের দাবিতে এখনও রাস্তায় আমজনতা। এই পরিস্থিতিতে ফের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। লিখলেন, “রাত দখলের সঙ্গেই বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ।”
  • Link to this news (প্রতিদিন)