সুপ্রিম শুনানির আগে ফের ‘রাত দখল’, কোথায় কোথায় হবে প্রতিবাদ?
এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৪
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝাঁজ বাড়ছে গোটা রাজ্যে জুড়ে। আজ রাতে শহর কলকাতা এবং বিভিন্ন জেলাযর একাধিক জায়গায় ফের ‘রাত দখল’-এর ডাক দেওয়া হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের ডাকে রাত ন’টা থেকে দশটা পর্যন্ত ঘরের বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামীকাল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।বুধবার রাত দশটা থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর ডাকে রাস্তায় রাস্তায় ‘গণ আদালত’-এর ডাক দেওয়া হয়েছে। নাগরিক সমাজের ডাকে রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল রয়েছে। ‘আমার সন্তান যেন প্রাণে বাঁচে’ এই স্লোগান তুলে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে এই মিছিল হবে। জেএনএম হাসপাতাল থেকে কল্যাণী স্টেশন পর্যন্ত মিছিল হবে সন্ধ্যা সাড়ে ছ’টায়। লেক টাউন ঘড়ি মোড়ে নাগরিকদের গণ জমায়েত হবে রাত দশটায়।
গত ১৪ অগস্ট মধ্যরাতে প্রথম কলকাতা-সহ নানা জেলায় ‘রাত দখল’ কর্মসূচি পালন করে নাগরিক সমাজ। রাস্তায় নামেন মহিলারা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এরপর থেকে একাধিক কর্মসূচি পালন হয়েছে জেলায় জেলায়। আগামীকাল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। তার আগের রাতে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতেই ফের পথে নামতে চলেছে নাগরিক সমাজ।