• বেলঘরিয়া-বিরাটি রুটে বন্ধ অটো চলাচল, দুর্ভোগে যাত্রীরা
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • টোটোর দৌরাত্ম্যের অভিযোগ। বন্ধ বেলঘরিয়া থেকে বিরাটি রুটে অটো চলাচল। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই অটো রুটের ওপর নির্ভরশীল। অন্যদিকে, টোটো চালকদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন অটো চালকরা।জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই বেলঘরিয়া স্টেশন থেকে বিরাটি স্টেশন পর্যন্ত অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোচালকদের তরফে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই অটো রুটের উপর নির্ভরশীল। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অটো চালকদের জানান, মঙ্গলবার রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজে ওঠার মুখে টোটো চালকরা আক্রমণ করে বেলঘরিয়া বিরাটি রুটের অটোচালকদের।

    অটো চালকদের দাবি, এক টোটো চালকের হাতে আক্রান্ত হন এক যাত্রী। সেই সময় অটো চালকেরা প্রতিবাদ করতে যায়। তখন তাদের ওপর টোটো চালকরা আক্রমণ চালায়। আক্রমণে ৬ থেকে ৭ জন অটোচালক আক্রান্ত হয়। আকাশ দে, রাকেশ দাস, রাহুল দাস, মিন্টু দাস-সহ আরও দু’জন অটোচালক গুরুতর আহত হন। এর মধ্যে দু’জন অটোচালকের মাথা ফেটে যায়। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেলঘরিয়া-বিরাটি রুটে চালকেরা অটো চলাচল বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হোন। যদিও, পাল্টা টোটো ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে, অটো চালকরাই তাঁদের ওপর চড়াও হয়েছিলেন।

    এদিকে, অটো চালকদের দাবি, টোটো চালকদের মেন রোডে ওঠা নিষিদ্ধ থাকলেও, তারা সেই নিষেধ মেনে চলে না। ফলে টোটো চালকদের দৌরাত্ম্যে অটো চালানো দুষ্কর হয়ে পড়েছে। যতদিন না এর কোনও সমাধান হচ্ছে, ততদিন অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ। তাই যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত বেলঘরিয়া বিরাটি অটো রোড বন্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)