• রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ইস্তফার লাইন, পিছল বৈঠকও
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক পিছিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন কাউন্সিলের বৈঠক হওয়ার কথা ছিল। যদিও, আরজি কর কাণ্ডের আবহে হঠাৎ কেন বৈঠক পিছিয়ে দেওয়া হল, সে ব্যাপারে কাউন্সিলের তরফে কিছু জানানো হয়নি।জানা গিয়েছে, রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের একাধিক সদস্য ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে এক চিকিৎসক আগেই ইস্তফা দিয়েছিলেন। এছাড়াও বুধবার সুমন মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক ইস্তফা দেন। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ অভিযুক্ত একাধিক চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানিয়েছেন চিঠিও দিয়েছেন তিনি।

    এর মাঝেই বুধবার সন্দীপ ঘোষ-সহ একাধিক চিকিৎসককে নিয়ে বিতর্কের মাঝেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী বৈঠক পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। বিষয়টি জানিয়ে কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি এবং সদস্যদের মেল করা হয়। যদিও, পরে কবে বৈঠক হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

    আরজি কর কাণ্ডের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও একাধিক চিকিৎসকের নাম জড়িয়েছে বিতর্কে। বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এসএসকেএমের অভীক দে-সহ একাধিক চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগের আঙুল তোলা হয়েছে। জুনিয়র ডাক্তারদের তরফে ‘থ্রেট কালচার’ নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠে আসছে।

    মেডিক্যাল কাউন্সিলের বৈঠক হলে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি উঠে আসার সম্ভাবনা রয়েছে। তাতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেই বৈঠক বাতিল হয়েছে বলে মনে করছেন অনেকেই। মেডিক্যাল কাউন্সিলের ভাবমূর্তি বজায় রাখতে সন্দীপ এবং অন্য অভিযুক্ত চিকিৎসকদের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করা উচিত বলেও মনে করছেন অনেকে।
  • Link to this news (এই সময়)