• স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে ধারাল অস্ত্রের কোপ, বেলঘরিয়ায় শোরগোল
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীর উপর অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম মা। বুধবার এই হাড়হিম ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার প্রফুল্লনগর এলাকায়। অভিযুক্ত যুবককে পাকড়াও করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে খবর, ওই স্কুল ছাত্রী খালসা মডেল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। তিনি বুধবার স্কুলের পর মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি টানেলের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল প্রফুল্লনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত। মেয়েটিকে কাছে আসতেই সে তার ওপর চড়াও হয়। ছাত্রীকে বাঁচাতে ছুটে যান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা অভিজিৎকে আটকাতে গেলে সে তাঁদের উপরেও হামলা করে। এরপর কোনওভাবে স্থানীয়রা তাকে কাবু করে।

    এলাকার লোকজনই ওই ছাত্রী ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কারণ, মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন মা-ও। দু’জনেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে লোকজন। দোষীর শাস্তির দাবিতে ও ঘটনার প্রতিবাদে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ভাড়া থাকে অভিযুক্ত। কী কারণে স্কুল ছাত্রীর উপর হামলা করল সে? তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত। তা প্রত্যাখান করে ওই ছাত্রী। আর সেই কারণেই এই হামলা হতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা। অন্য কোনও কারণেও হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
  • Link to this news (এই সময়)