• আর জি কর মামলা: সুপ্রিম কোর্টে আগামীকাল হচ্ছে না শুনানি
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: আর জি কর মামলায় আগামীকাল, বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা  ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। আজ, বুধবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, আগামীকাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উপস্থিত থাকতে পারছেন না। ফলে বসবে না তাঁর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চও। ইতিমধ্যেই শীর্ষ আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিসও প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, প্রধান বিচারপতি অসুস্থ। সেই কারণেই আগামীকাল তিনি আদালতে আসতে পারবেন না। তবে শুনানি না হলেও এদিন আদালতে সিবিআই রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। অন্যদিকে, শুক্রবার এই মামলার শুনানি হয় কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। কিন্তু ওইদিনও যদি শুনানি না হয় তাহলে সেটি কবে হবে? সূত্রের খবর, দ্রুত এই বিষয়ে নতুন বিবৃতি আসতে পারে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে। অন্য বেঞ্চে কী সরে যাবে এই মামলা? বিশেষজ্ঞমহল বলছে, মূলত এই বিষয়ে সিদ্ধান্ত নেন বেঞ্চের বাকি বিচারপতিরা। তবে মূল সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতিই।

    প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিস। পরে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিস। ফলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তভার সিবিআইকে হস্তান্তরিত করা হয়। পরে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে দেশের শীর্ষ আদালতও। ওই মামলাতেই ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল। গত ২২ আগস্ট এই দিন নির্ধারণ করেছিল সুপ্রিম কোর্ট। আগামীকাল আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে সিবিআইয়েরও। সেজন্যই আজ, বুধবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেন। শোনা যাচ্ছে, আজ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসার কথা রয়েছে তরুণী চিকিৎসকের মা-বাবার। ইতিমধ্যেই আজ রাত দখলে ফের শহরের রাস্তায় নেমে পড়েছেন আন্দোলনকারীরা।
  • Link to this news (বর্তমান)