স্থানীয় সূ্ত্রে খবর, হলদিয়া শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে হলদি নদী। শহরের দুর্গাচক এলাকা নর্দমা জল গিয়ে মেশে সেই নদীতেই। আজ, বুধবার সেই পথেই পাতিখালির কাছে নদীর পাড়ে ৩ নবজাতকের ক্ষতিবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর দেওয়া হয় দুর্গাচক থানায়। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে পুলিস।
এর আগে, জলপাইগুড়িতে সরকারি হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল শিশুর দেহ। ধূপগুড়ির মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন রুমের পাশেই শৌচাগার। সেদিন দুপুর সেই শৌচাগারে গিয়েছিলেন এক রোগীর আত্মীয়। তিনি দেখেন, শৌচাগারের ভিতরে পড়ে রয়েছে শিশুর পচাগলা দেহ! এরপর তার চিৎকারে ছুটে আসে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। রীতিমত হুলুস্থুল কান্ড বেঁধে যায় হাসপাতালে। এরপর হাসপাতালের তরফে সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয়।