সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘রাত দখল’। বুধবার সন্ধে সাতটায় পথে নামছে আমজনতা। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। শহর ও শহরতলির অন্তত ৪২ জায়গায় জমায়েত হবে। স্লোগান উঠবে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ এর পাশাপাশি রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছিল আমজনতা। ৪ সেপ্টেম্বর সেই কর্মসূচির পুনরাবৃত্তি হতে চলেছে। ৫ সেপ্টেম্বর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও। প্রশ্ন এক, ‘২৬ দিন গেলেও ধর্ষণের বিচার নেই কেন?’ প্রশ্ন দুই, ‘কর্মক্ষেত্রে মর্যাদার প্রশ্ন আদালত কানে নেয় না কেন?’ প্রশ্ন তিন, ‘কেন্দ্রে আনা নতুন আইনে লিঙ্গ প্রশ্ন পিছনে কেন?’ মিশন শুরু সন্ধে সাতটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নিজ নিজ এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। ফলে সন্ধের ব্যস্ত সময় শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সম্ভাবনা প্রবল।