• দুর্গাপুরে বোমাবাজি, তদন্তে ফরেন্সিক টিম
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে বামেদের মিছিলে হামলা ও সিপিএম কার্যালয়ে বোমাবাজির ঘটনার তদন্তে বুধবার ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম। দুর্গাপুর ডিএমসি মোড়ে ও সিটি সেন্টারে সিপিএম কার্যালয় থেকে তাঁরা বোমার নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলের ফোটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হয়।

    আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত ২৮আগস্ট বিজেপি বাংলা বন্‌঩ধের ডাক দিয়েছিল। ওইদিন বিকেলে সিপিএমের যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে সিটি সেন্টারে একটি মিছিল করা হয়। ওই মিছিলে শাসকদলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। রাস্তায় ও সিপিএম পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত ন’জনকে পুলিস গ্রেপ্তার করে। ঘটনার এক সপ্তাহ পর এদিন ঘটনাস্থলে বোমার নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিভাগের চারজন প্রতিনিধি। ফরেন্সিক বিভাগের আধিকারিক তন্ময়কুমার মুখোপাধ্যায় বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু চলছে। বিমল দাশগুপ্ত ভবন ও ডিএমসি মোড় থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ দাস বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে তখন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় ও বোমাবাজি করে। পুলিস-প্রশাসনের ব্যর্থতা ঢাকতে এক সপ্তাহ পর ফরেন্সিক বিভাগকে এনে আইওয়াশ করা হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)