গলসিতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, মানকর: রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে বুধবার গলসি-১ বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সিডিউল মেনে কাজ হয়নি। ফলে কিছুদিনের মধ্যেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। গলসি-১ ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশন ও রাজ্য অর্থ কমিশনের অধীনে বেশ কয়েকটি রাস্তা হয়েছে। কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই খারাপ হতে শুরু করেছে। অভিযোগ, এবছর ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হয়েছে। পাঁচ মাসের মধ্যেই খারাপ হতে শুরু করেছে। এলাকার বাসিন্দা বদরুদ্দোজা মণ্ডল বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তা হয়েছে। সমস্ত রাস্তার তথ্য নিয়ে বিডিও অফিসে জমা দিলাম। সব রাস্তা ভেঙে যাচ্ছে। আমরা এর প্রতিকারের দাবি জানিয়েছি। ডেপুটেশন দিতে আসা বাসিন্দারা জানান, পঞ্চায়েতের গেট থেকে কিছুটা নতুন ঢালাই রাস্তা করা হয়েছে। এবছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হয়েছে। রাজ্য অর্থ কমিশন টাকা দিয়েছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। একই অবস্থা বামুনআড়া গ্রামে নতুন পুকুর থেকে বাবুরবাঁধ পর্যন্ত নির্মিত ঢালাই রাস্তার। চলতি বছরের জুলাই মাসে রাস্তার কাজ শেষ হয়েছে। প্রকল্পে ব্যয় হয়েছে দু’লক্ষ ২৪হাজার টাকা। কিন্তু সেটিও বেহাল হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা রজব আলি মণ্ডল, হাদিস মণ্ডল বলেন, রায়পুরের পথশ্রী প্রকল্পের রাস্তারও একই অবস্থা। রাস্তায় গাড়ির চাপ নেই। তা সত্ত্বেও এক মাসের মধ্যেই ফাটল ধরেছে। গর্ত তৈরি হয়েছে। কংগ্রেসের গলসি-১ ব্লক সভাপতি চঞ্চল শেখ বলেন, রাস্তার কাজে বেনিয়ম হচ্ছে। এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। গলসি-১ বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।-নিজস্ব চিত্র