টাকা বরাদ্দ হলেও হুঁশ ছিল না প্রশাসনের, ‘তিলোত্তমা’র নামে সেতু তৈরি স্থানীয়দের
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শিলান্যাসের পর পার হয়ে গিয়েছে প্রায় আট বছর। গত আট বছরে কংসাবতী নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কিন্তু, এখনও পুরুলিয়া-১ ও আড়ষা ব্লকের সংযোগকারী সেতু নির্মাণ কাজ সম্পন্ন হল না। প্রশাসনের উপর ভরসা হারিয়ে অবশেষে নিজেরাই তৈরি করলেন বাঁশের অস্থায়ী সেতু। সেতু উৎসর্গ করলেন ‘তিলোত্তমা’র নামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কংসাবতী নদীর একদিকে পুরুলিয়া-১ ব্লকের কাঁটাবেড়া এলাকা। অন্য পাড়ে আড়ষা ব্লকের বামুনডিহা, জুরাডি, তুম্বা ঝালদা, আড়ষা, রাঙামাটি, শিরকাবাদ সহ একাধিক গ্রাম। কাঁটাবেড়া ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। যদিও সেই দাবি পূরণ হয়নি আজও। সেতুর কাজ শুরু হলেও তা কয়েকটি স্তম্ভ নির্মাণের পর আর এগয়নি বলে অভিযোগ। ফলে বাসিন্দারা আজও অথৈ জলে। বর্ষায় নদী পার হতে ভরসা সেই ভেলা। এখন নদীর জল কমতে শুরু করেছে। তাই বাসিন্দারা নিজেরাই তৈরি করেছেন বাঁশের অস্থায়ী সেতু।
জেলা প্রশাসন সূত্রের খবর, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি এই সেতুটির শিলান্যাস করেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাত। পর্ষদের তরফে ১৪৭ মিটার সেতু নির্মাণে বরাদ্দ হয় প্রায় ন’কোটি ২৪ লক্ষ টাকা। মোট আটটি পিলার হওয়ার কথা ছিল। যদিও তিনটি পিলার তৈরি করেই নাকি সেতুর টাকা শেষ! দেখা নেই ঠিকাদারেরও। কাঁটাবেড়ার বাসিন্দা মধুসূদন মাহাত বলেন, প্রথম এক বছরে কাজ দ্রুত গতিতেই চলছিল। তিনটি পিলারও হয়। কিন্তু, তারপর কাজ বন্ধ হয়ে যায়। শুনেছি, সেতু তৈরিতে আরও বেশি টাকার দরকার ছিল, তার অনুমোদন মেলেনি বলেই সেতু তৈরির কাজ মাঝপথেই থেমে গিয়েছে। আড়ষার বিডিও গোপাল সরকার বলেন, কীভাবে পুনরায় সেতুর নির্মাণ কাজ শুরু করা যায়, সেব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
সেতু তৈরি না হওয়ায় দু’পারের বাসিন্দারা স্বেচ্ছায় নিজেরাই শ্রম দিয়ে এই সেতু তৈরির কাজ শুরু করেন সপ্তাহ খানেক আগে। জনসাধারণের জন্য সেই সেতু আজ, বৃহস্পতিবার খুলে দেওয়া হবে। বামুনডিহা গ্রামের বাসিন্দা দেবীলাল মাহাত বলেন, আশপাশ গ্রামের সকলের কাছে চাঁদা আদায় করে দিন-রাত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এই অস্থায়ী সেতুর কাজ করছি। যাতে এই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে বর্ষায় ঝুঁকি নিয়ে পারাপার করতে না হয়। বৃহস্পতিবার সেতু খুলে দেওয়া হবে।
বাসিন্দারা জানাচ্ছেন, এই সেতুটি তাঁরা ‘তিলোত্তমা’র নামে উৎসর্গ করেছেন। সম্মিলিত সুরে বাসিন্দারা বলছেন, ‘বাঁধো সেতু, বাঁধো ঘর, জাস্টিস ফর আর জি কর।’ কাঁসাইয়ের বুকেও বেঁচে থাকুক আমাদের তিলোত্তমা।