সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। মৃত শিশুকন্যার নাম বর্ষা রায়(২)। বাড়ি দুর্গাপুরের ৪১নম্বর ওয়ার্ডের রেলকলোনি এলাকায়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। দোষী চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন। চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় নিউ টাউনশিপ থানার পুলিস। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে রেল কলোনি এলাকায় বর্ষা সহ পাঁচজনকে একঝাঁক মৌমাছি হুল ফুটিয়ে দেয়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্ষা সহ তিনজনকে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার বর্ষার শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। এমনকী হাসপাতালের শিশু ওয়ার্ডে ঢুকে চিকিৎসক ও নার্সদের ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। মৃতার মাসি রম্পা রায় বলেন, চিকিৎসায় গাফিলতিতেই ওর মৃত্যু হয়েছে। আমরা দোষী চিকিৎসক ও নার্সদের শাস্তি চাই। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।