সংবাদদাতা, কালনা: বুধবার কালনা শ্মশানের দু’টি বৈদ্যুতিক চুল্লি চালু হল। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা। তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর এদিন দাহ কার্য চালু হয়। কালনা শহরের জাপট এলাকায় একটি বৈদ্যুতিক চুল্লি ছিল। দিনে গড়ে ১৪-১৫টি মৃতদেহ দাহ হতো। একটি চুল্লি থাকায় দাহ কার্যে অনেক সময় লাগত। কালনা পুরসভা দ্বিতীয় চুল্লি ও শ্মশানের আধুনিকীকরণ ও সৌন্দর্যায়নে আর্বান ডেভলমেন্ট ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে এক কোটি ৬০ লক্ষ টাকা আর্থিক অনুমোদন পায়। ২৪ মে থেকে দ্বিতীয় চুল্লি তৈরি ও সংস্কারের জন্য বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ। একটি মাত্র কাঠের চুল্লিতে চলছিল শবদাহ। ফলে ব্যাপক সমস্যায় পড়ছিল মৃতদেহ দাহ করতে আসা পরিবারগুলি। বুধবার থেকে আধুনিকীকরণ সহ দু’টি চুল্লিতে শবদাহ শুরু হয়।
কাউন্সিলার সন্দীপ বসু বলেন, চুল্লি দু’টি চালু হওয়ায় এবার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।