সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণগঞ্জে এক নাবালিকাকে অপহরণের অভিযোগে পুলিস বুধবার অভিযুক্তর আত্মীয়কে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কার্তিক মজুমদার। তার বাড়ি শান্তিপুর থানার হবিবপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মে মাসে কৃষ্ণগঞ্জ থানার হালসানা পাড়া থেকে হবিবপুরের এক যুবক ১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে। পরে নাবালিকার বাড়ির লোকজন অপহরণের অভিযোগ করেন। ঘটনার পর থেকে ওই নাবালিকা ও অভিযুক্তর খোঁজে পুলিস তল্লাশি চালালেও খোঁজ মেলেনি। তারপর এদিন বেলার দিকে অভিযুক্তর আত্মীয় কার্তিক মজুমদারকে পুলিস গ্রেপ্তার করে। এব্যাপারে ডিএসপি শীলা পাল বলেন, অপহরণের অভিযোগ হওয়ার পর এদিন অভিযুক্তর আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।