সংবাদদাতা, করণদিঘি: উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যুবতী ও মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে। চারজন প্রশিক্ষক চল্লিশজনকে প্রশিক্ষণ দিচ্ছেন। ত্রিশদিন ধরে প্রশিক্ষণ চলবে।
ইতিমধ্যে নানান ধরনের পোশাক তৈরির কৌশল তাঁরা আয়ত্ত করছেন। ব্লাউজ তৈরি, বাচ্চাদের নানা ধরনের পোশাক, পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে মহিলাদের সেলাই মেশিনও কিনে দেওয়া হবে বলে জানা গিয়েছে। করণদিঘির জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় জানান, মহিলাদের স্বনির্ভর করতেই এই প্রশিক্ষণ। মহিলা ও যুবতীরা বাড়িতে সেলাই করে উপার্জন করতে পারবেন। প্রশিক্ষণ শিবিরে যাঁরা হাতে-কলমে সেলাই শেখাচ্ছেন তাঁরা জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে সেলাই মেশিন কেনা হয়েছে। এরপর স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির বরাত নেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা-যুবতীরাই সেই পোশাক বানাবেন। পোশাক তৈরির কাপড় কিনবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রশাসন একাজে মহিলাদের সররকম সহযোগিতা করবে।