পুলিসের জালে আবদুলের ছেলে, স্ত্রীর প্রধান পদও হাতছাড়া হয়ে যাওয়ার পথে
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, ইসলামপুর: সুজালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা দলের অঞ্চল সভাপতি আবদুল হক পুলিসের ভয়ে গা ঢাকা দিয়েছেন। একাধিক মামলায় অভিযুক্ত থাকায় এবার তাঁর ছেলেকে গ্রেপ্তার করল পুলিস। অন্যদিকে, আবদুল পত্নী নুরি বেগমের হাত থেকে পঞ্চায়েত প্রধানের পদও যেতে বসেছে। কার্যত আবদুলের সাজানো সাম্রাজ্যের এক একটি স্তম্ভ ভেঙে পড়ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত আনসারুল হক আবদুলের ছেলে। তাকে বুধবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। অস্ত্র আইন সহ একাধিক মামলা আছে আনসারুলের বিরুদ্ধে। যদিও ধৃতের মা তথা পঞ্চায়েত প্রধান নুরি বেগমের অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত করে দলের অন্য গোষ্ঠী তাঁর ছেলেকে পুলিসে ধরিয়ে দিয়েছে।
এক দশকের বেশি সময় আবদুল সুজালি এলাকা দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর ভয়ে কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আবদুলের আমলে সুজালিতে পঞ্চায়েত নির্বাচন শেষ হতো বিনা প্রতিদ্বন্দ্বীতায়। বিরোধীরা মাথা তুলতে পারেনি। দলের মধ্যেও কেউ টুঁ শব্দ করার সাহস দেখাতেন না। গত পঞ্চায়েত নির্বাচনে অনুগতদেরই দলের টিকিট দিয়েছিলেন। সকলেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন। তারপরেই আবদুল নিজের স্ত্রীকে প্রধান পদে বসান। কিন্তু জেলা পরিষদ আসনে দলের প্রার্থী থাকার পরেও বিধায়ক হামিদুল রহমানের মেয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন। এতে বিধায়কের অনুগত আবদুল ফাঁপড়ে পড়ে যান। একদিকে বিধায়ক কন্যাকে জয়ী করার চাপ,অন্যদিকে দলের প্রার্থীকেও জেতানোর মতো পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সেই আসনে একজনকে হারতেই হতো। দলে একাংশের দাবি, আবদুল নির্দল প্রার্থীকে সমর্থন করায় বিধায়কের মেয়ে হেরে যান। এতে বিধায়কের স্নেহের পরশ থেকেও বঞ্চিত হতে হয় আবদুলকে।
বছরখানেক আগে একাধিক মামলায় অভিযুক্ত আবদুলকে ধরতে বাড়িতে অভিযান চালায় পুলিস। তখন থেকেই আত্মগোপন করে আছেন তিনি। আবদুলের ছেলে গ্রেপ্তার হয়েছে জানতে পেরে বুধবার সুজালি থেকে বহু মানুষ আদালত চপ্তরে জমায়েত হয়েছিলেন। তাঁরা ধৃতের কঠোর শাস্তির দাবি তোলেন আদালত চত্বরে।
ব্লক তৃণমূল সহ সভাপতি তথা সুজালি অঞ্চল কোর কমিটির ভাইস চেয়ারম্যান কামালউদ্দিন বলেন, এখানে রাজনীতির বিষয় নেই। আবদুলের দাপট থাকার সময় একাধিক অপরাধমূলক কাজ করেছে ছেলে। সেই সমস্ত কেসে পুলিস গ্রেপ্তার করেছে। এখানে দলের কোনও সম্পর্ক নেই।