পুজোয় দিনহাটার দুর্গার পাঞ্জাবি এবং শাড়ি পাড়ি দিয়েছে ইউরোপ
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: দিনের বেলায় বাবার দোকানে দেখাশোনা করেন দুর্গা। রাতের বেলায় পাঞ্জাবি আর শাড়িতে ছবি আঁকেন তিনি। তাঁর হাতে আঁকা মধুবনী চিত্রের কাপড়ের পরিচিতি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছেছে সদূর ইউরোপের দেশে। দিনহাটার দুর্গা সাহার কাপড়ের উপর আঁকা নকশা পাড়ি দিয়েছে জার্মানি ও পোল্যান্ডে। ৭৫ পিস পাঞ্জাবি ও ৩৫ পিস শাড়ি অর্ডার পেয়েছিলেন তিনি। প্রবাসী বাঙালিরা দুর্গার তৈরি পাঞ্জাবি ও শাড়ি পরে এবার দেবেন অষ্টমীর অঞ্জলি। শুধু বিদেশে নয়, বাংলা-অসমেও দুর্গার কাজের প্রচুর চাহিদা।
তাঁর দাবি, পুজোর আগে তিনমাস মাত্র তিনঘণ্টা ঘুমোচ্ছেন তিনি। দিনে বাবার দোকানের বসেন। বাবাকে বেচা-কেনায় সাহায্য করেন। রাতে বাড়ি ফিরে ভোররাত পর্যন্ত চলে নিজের কাজ। ভোরে কাজে শেষ করে দু’চোখ বন্ধ করার সুযোগ পান। দুর্গার বোন সামলান তাঁর অনলাইনের অর্ডারের কারবার। এই সময়টা কাপড়ের মাঝে সৃষ্টিশীলতায় ব্যস্ত থাকেন দুর্গা।
দিনহাটার বাসিন্দা দুর্গা সাহা বলেন, বাবার হার্ডওয়্যারের দোকান রয়েছে শহরে। সেই দোকানেই দিনের বেলা কাজ সামলাই। রাতের বেলা বাড়ি ফিরে কাপড়ে ছবি আঁকি। কাজ শেষ হতে হতে ভোররাত হয়ে যায়। জার্মানি ও পোল্যান্ডে দুর্গাপুজোর আগে কাপড়ের ডেলিভারি দিয়েছি। নিম্নঅসম ও বাংলার বিভিন্ন প্রান্তেও পাঞ্জাবি পাঠানো হচ্ছে। মেজ বোন অনলাইনে অর্ডার নেয়। তারপরে কাপড় প্রস্তুত করে তা সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিই।
শাড়ি ও পাঞ্জাবি কিনে তারউপর হাতে আঁকা নকশা তৈরি করেন দুর্গা। সেই ডিজাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দুর্গার হাতে আঁকা কাজের প্রশংসা বিভিন্ন জায়গায়। দিনহাটার মেয়ের কাজ দেখে অর্ডার এসেছে সুদূর জার্মানি থেকে। জার্মানিতেই কর্মরত তাঁর এক আত্মীয়। তিনি প্রথম দিনহাটার এই মেয়ের হাতের কাজ করা পাঞ্জাবি পরেছিলেন। সেই পাঞ্জাবির কাজ দেখে প্রবাসী বাঙালিরাও এবার দুর্গার কাছে পোশাক কিনতে বায়না করেছিলেন। সেই পোশাক প্রস্তুত করে সেখানে পাঠিয়েছেন দুর্গা। তাঁর দাবি, জার্মানির পাশাপাশি পোল্যান্ডেও শাড়ি ও পাঞ্জাবি পাঠানো হয়েছে। (শাড়িতে ছবি আঁকছে দুর্গা।-নিজস্ব চিত্র।)