রেস্তরাঁয় মধুচক্রের আসর, গ্রেপ্তার চার, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিস
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: তৃণমূল নেতার লিজে নেওয়া রেস্তরাঁয় মধুচক্রের আসর থেকে চারজনকে গ্রেপ্তার করল পুলিস। উদ্ধার করা হয়েছে এক যুবতীকে। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন এক পুলিস কর্মী। ধস্তাধস্তির সময় এক পুলিসকর্মীর ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় রেস্তরাঁর জিনিসপত্রও।
মঙ্গলবার রাত আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি এলাকার ঘটনা। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী মহম্মদ মুসলিম মাসখানেক আগে রাঙ্গাইপুর এলাকার এক তৃণমূল নেতাকে রেস্তরাঁটি লিজ দেন। অভিযোগ, তখন থেকে মোটা টাকার বিনিময়ে বেশকিছুদিন ধরে মধুচক্রের আসর বসাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। সন্ধ্যা হলেই বাইরে থেকে যুবক, যুবতীদের আনাগোনা বাড়ত। গভীর রাত পর্যন্ত চলত তাদের অবৈধ কাজকর্ম। কিছুদিন ধরে সন্দেহ বাড়ছিল স্থানীয়দের। মঙ্গলবার রাতে কয়েকজন যুবক, যুবতীকে রেস্তরাঁর ভিতরে ঢুকতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তাঁদের অশালীন অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। চারজনকে গ্রেপ্তার করে। ভুল বোঝাবুঝির জন্য স্থানীয় দুই যুবককে আটক করলে পুলিসের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি শুরু হয়। থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও ওই তৃণমূল নেতা রেস্তরাঁটি লিজে ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে বলেন, মাসখানেক আগে রেস্তরাঁর মালিক মুসলিমের সঙ্গে আমার লিজ নেওয়ার কথা হয়েছিল। তবে লিখিত কিছু হয়নি। আমাকে রেস্তরাঁর চাবি দিলে এলাকার অন্য এক তৃণমূল নেতাকে সেটি দিয়েছিলাম। রাতে রেস্তরাঁয় কী ঘটেছে জানি না। সেখানে ছিলামও না।
তবে রেস্তরাঁর মালিক মুসলিম বলেন, রাঙ্গাইপুর এলাকার তৃণমূল নেতা সাদ্দাম হোসেনকে রেস্তরাঁটি লিজে দিয়েছিলাম। সে এখন মিথ্যা কথা বলছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজ ওঁরাওয়ের দাবি, রেস্তরাঁয় প্রতিদিন সন্ধ্যায় যুবকের, যুবতীদের আনাগোনা দেখতে পেতাম। মঙ্গলবার কয়েক জনকে রেস্তরাঁর ভিতরে ঢুকতে দেখে সন্দেহ হয়। ভিতরে গিয়ে দেখি সেখানে অশ্লীল কাজকর্ম চলছে। রেস্তরাঁটি সিল করার দাবি জানাচ্ছি।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আক্রান্ত পুলিস। - নিজস্ব চিত্র।