কার্নিভালে আরও বেশি কমিটিকে শামিলের সিদ্ধান্ত পুর কর্তৃপক্ষের
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবছর আর ১০টি ক্লাবে সীমাবদ্ধ থাকছে না শিলিগুড়ি পুজো কার্নিভাল। ক্লাবের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরসভার। ১০টি ক্লাবের বদলে ১৫টি ক্লাব নিয়ে কার্নিভালের পরিকল্পনা নিয়েছে পুরসভা। অক্টোবরের ১৪ তারিখ সোমবার শিলিগুড়ির প্রধান সড়কে কার্নিভাল হবে।
শহরের হাসমিচক থেকে মহানন্দা নদীর বিসর্জনঘাট পর্যন্ত লাগানো হবে কয়েকটি বড় এলইডি স্ক্রিন। পুজোর কয়েকদিন সেই স্ক্রিনে সরকারের ১৩ বছরের উন্নয়নের প্রচার চলবে। লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথীর মত জনকল্যানমূলক কর্মসূচির প্রচার করবে শিলিগুড়ি পুরসভা।
এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার পুরসভায় বৈঠক হয়। তাতে হাজির ছিল শিলিগুড়ি মহকুমা প্রশাসন, মেট্রোপলিটন পুলিস, তথ্য সাংস্কৃতিক দপ্তর। উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র। কার্নিভালে যাতে আরও বেশি পুজো কমিটি অংশ নেয়, সেজন্য যোগাযোগ শুরু করেছে পুরকর্তৃপক্ষ।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, আমরা কার্নিভালকে আরও বড় আকারে মানুষের সামনে তুলে ধরতে চাইছি। কার্নিভালে আরও কয়েকটি পুজো কমিটি যোগদান করলে তা বৈচিত্রময় হবে। এছাড়াও সরকারের গত ১৩ বছরের উন্নয়নের কর্মযজ্ঞ বড় স্ক্রিনের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে। পুজোর কয়েকদিন শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে কয়েক লক্ষ মানুষ ভিড় করেন। গ্রামেগঞ্জের অনেক মানুষ এখনও সরকারের বহু প্রকল্প সম্পর্কে অবগত নয়। তাদের কাছে সরকারের প্রকল্প তুলে ধরাও প্রয়োজন রয়েছে। পুজোকে সামনে রেখে গোটা শহর আলোয় সাজিয়ে তোলার পরিকল্পনা পুরসভার। পুজোর চারদিন শহরে বেড়াতে আসা মানুষের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক সমস্যা এবং কার্নিভালের পরিবেশ শান্ত রাখতে পুলিস, প্রশাসন ও ট্রাফিকের সঙ্গে বৈঠক করেছেন পুরতর্কারা। এদিন উপস্থিত পুলিস, প্রশাসন ও তথ্যসংস্কৃতি দপ্তরের তরফে পুরসভাকে সার্বিকভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, পুজোর কার্নিভালে এবার যেমন পুজো কমিটির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই কার্নিভালের পুরস্কারের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। (পুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব।-নিজস্ব চিত্র।)