সংবাদদাতা, মানিকচক: কাবাডি খেলায় মারধর। আর তাতে জড়িয়ে গেল রাজনৈতিক রং। দুই দলের সংঘর্ষে উত্তপ্ত মানিকচকের গোপালপুর। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দু’পক্ষের মোট চারজন আহত হয়েছেন। বুধবার ধরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে একটি কাবাডি প্রতিযোগিতায় আশরাফুল হক ও নাজিমুল হকের মধ্যে বচসা বাধে। যাকে ঘিরে একে অপরের বাড়িতে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর ও মারধর। এই সংঘর্ষে আশরাফুল হক, ইদ্রিশ হক, নাজিমুল হক সহ আরও একজন আহত হন বলে জানা গিয়েছে। আশরাফুলের পরিবারের সদস্য দুলালী খাতুনের দাবি, দুপুরে তৃণমূলের লোকজন বাড়িতে চড়াও হয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সেইসময় বাড়ি থেকে আশরাফুল ও ইদ্রিশকে তুলে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। দুলালীর কথায়, আমাদের পরিবার কংগ্রেস করে বলে তৃণমূল হামলা করেছে। এলাকায় পুলিস থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাঁর। অন্যদিকে নাজিমুল হকের পরিবারের সদস্য মমতাজ বেগম জানান, কিছুদিন আগে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছেন নাজিমুল। এদিন কাবাডি খেলা দেখতে যান নাজিমুল। সেখানে তাঁকে ঘিরে ধরে কংগ্রেস নেতা সাইফুদ্দিন ও তাঁর লোকজন। তাঁকে মারধর করা হয়। গত দু’মাস ধরে এলাকায় পুলিস রয়েছে। তারপরও এই ধরনের ঘটনা ঘটল গোপালপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানিকচক থানার আইসি সহ বিশাল পুলিস বাহিনী। পুলিস সূত্রে খবর, আহত নাজিমুল হক মিলকি হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিস। ( সংঘর্ষের পর পুলিসের টহল।-নিজস্ব চিত্র)