• দুঃস্থকে টিনের ঘর বানিয়ে দিল ব্লক প্রশাসন
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ধূপগুড়ি: নিঃস্ব গণেশ রায়ের থাকার ঘর তৈরি করে দিল ধূপগুড়ি ব্লক প্রশাসন। ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েন বুধবার নিজে দাঁড়িয়ে থেকে কালীরহাটের গণেশ রায়কে টিনের ঘর তৈরি করে দেন। প্রসঙ্গত, ধূপগুড়ির কালীরহাট এলাকায় একটি ভাঙাচোরা ঘরে থাকতেন গণেশ এবং তাঁর ছেলে। সম্প্রতি তীব্র জ্বর হওয়ার পরেও অর্থের অভাবে জলপাইগুড়িতে চিকিৎসার জন্য তাঁরা যেতে পারেননি। অবশেষে সাহায্যর জন্য এগিয়ে আসে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের উদ্যোগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সময় ঘরটি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছিল ব্লক প্রশাসনের কর্তারা। অবশেষে ব্লক প্রশাসন এদিন ঘরটি মেরামত করে দেওয়ায় খুশি গণেশ রায়।
  • Link to this news (বর্তমান)