নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিয়ানার চরখিদাদরি জেলার বধরা এলাকায় কাজে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের বাসিন্দা সাবির মল্লিকের। বুধবার নবান্নে তাঁর স্ত্রী শাকিলা সর্দার মল্লিককে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চার বছরের মেয়েকে সঙ্গে নিয়ে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শাকিলা। সবসময় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শকিলাকে বাসন্তীতে ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে চাকরি দিয়েছে রাজ্য সরকার। সপরিবার সাবির দক্ষিণ ২৪ পরগনারই বাসিন্দা ছিলেন। ফলে বাসন্তীতে চাকরি হওয়ায় শাকিলার যথেষ্ট সুবিধা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সরকারি কর্তারা। সরকারি নিয়ম অনুযায়ী, প্রথম এক বছরের জন্য অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করবেন শকিলা। তার পর গ্রুপ-ডি পদে চাকরি করবেন। প্রসঙ্গত, গত ২৭ আগস্ট গোমাংস খাওয়ার সন্দেহে পরিযায়ী শ্রমিক সাবিরকে হরিয়ানায় পিটিয়ে মারার অভিযোগ ওঠে গোরক্ষকদের বিরুদ্ধে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম সহ অন্যরা। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় পরিবারের সদস্যদের।