• ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, এগতে পারে উভয় বাংলার উপকূল বরাবর
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি তৈরি হওয়ার পর গতিপ্রকৃতি কোনদিকে হবে সেই ব্যাপারে বুধবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কিছু জানায়নি। যে জায়গায় এটি তৈরি হচ্ছে সেখান থেকে অন্ধ্র-ওড়িশা উপকূল কাছে। কিন্তু একটি বেসরকারি আবহাওয়া সংস্থা  জানিয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে আসবে। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর বঙ্গোপসাগরের উপর দিয়ে আগামী সপ্তাহেও এটি অগ্রসর হবে। তার নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকবে। কবে ও কোন জায়গা দিয়ে নিম্নচাপটি স্থলভূমি অতিক্রম করবে সেই ব্যাপারে বেসরকারি আবহাওয়া সংস্থাটি কিছু জানায়নি। চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কতটা হবে তা নির্ভর করছে নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর। 

    বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াগি’ তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টি চীন সাগর এলাকার বিভিন্ন দেশ ফিলিপাইন, ভিয়েতনাম প্রভৃতি দেশের  উপর আছড়ে পড়ে মায়ানমারের দিকে চলে আসতে পারে। ঘূর্ণিঝড়টি দুর্বল হওয়ার পর বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপটির সঙ্গে মিশে যেতে পারে।
  • Link to this news (বর্তমান)