নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সঠিক টিকিট ছাড়া এক মহিলাকে এসি কামরায় বসিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিজেপির তরফ থেকে সেই ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন তৃণমূল বিধায়ক। বর্ষীয়ান তৃণমূলের এই রাজনীতিক দাবি করেছেন, অসাধু উপায়ে টিটি অতিরিক্ত টাকা চাইছিল। তার প্রতিবাদ করাতেই এমন ভিডিও করে ভাইরাল করা হয়েছে। এদিন রেলের টিটিদের দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, খুব অপরাধ করেছেন টিটি। এদের শাস্তি হওয়া দরকার। রেলের অব্যবস্থার সুযোগ নিয়ে এরা দিনের পর দিন দুর্নীতি করছে। বিধায়ক বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী ও মালদা ডিভিশনের ডিআরএমের কাছে আমি বিস্তারিত লিখে অভিযোগ জানিয়েছি আমি।