নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্য একটাই—আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে আরও কোণঠাসা করা। সেই লক্ষ্যপূরণে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিলেন আন্দোলনকারী কৃষকরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন দেশের শ্রমিক-কর্মচারীদের একটি বড় অংশও। আগামী ৭ সেপ্টেম্বর হরিয়ানার হিসারে মেগা কিষান মজদুর মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে আন্দোলনরত সংগঠনগুলি। ওই সমাবেশ মঞ্চ থেকেই বিজেপি বিরোধী বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবেন কৃষক এবং শ্রমিকরা। দিল্লি থেকে সর্বভারতীয় সংগঠনগুলির শীর্ষ নেতারাও তাতে যোগ দেবেন। এ কথা ঘোষণা করেছে সংযুক্ত কিষান মোর্চা। রাজনৈতিক মহলের মতে, কৃষক এবং শ্রমিকদের এহেন সম্মিলিত আন্দোলন কর্মসূচির জেরে বিশেষত হরিয়ানা ভোটে রীতিমতো বিপাকে পড়তে চলেছে বিজেপি শিবির। বাকি ভোটমুখী রাজ্যগুলিতেও জোরদার করা হচ্ছে আন্দোলন।