• রাষ্ট্রপতি পুরস্কার বাংলার ২ শিক্ষককে
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন বাংলার দু’জন—আশিসকুমার রায় এবং প্রশান্তকুমার মারিক। আশিসবাবু শিলিগুড়ির শ্রীনরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক। প্রশান্তবাবু উত্তর ২৪ পরগনার শালবাগান জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক। আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিক্ষামন্ত্রক জানিয়েছে, এবার সারা দেশের মোট ৮২ জন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। তাঁদের মধ্যে ৫০ জন স্কুল শিক্ষাদপ্তরের তালিকায় রয়েছেন। ১৬ জন আছেন উচ্চশিক্ষা দপ্তরের তালিকায়। বাকিরা স্কিল ডেভেলপমেন্টের আওতাভুক্ত। শংসাপত্র ছাড়াও ৫০ হাজার টাকা এবং একটি রৌপ্য-পদক তাঁদের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় এবারের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)