নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘জাস্টিস ফর আর জি কর’ প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। বুধবার বিকেলে হাইকোর্ট চত্বরে অভিনব মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নজিরবিহীন ভাবে সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। এর আগে হাইকোর্টে সন্দীপ ঘোষের হয়ে যাবতীয় মামলায় সওয়াল করেছিলেন বিশ্বরূপবাবু। সন্দীপের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে তাঁর হয়ে আদালতে তড়িঘড়ি শুনানির আবেদন জানিয়েছিলেন তিনিই। তার আগে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। তখনও তাঁর হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী বিশ্বরূপ। আর জি কর-কাণ্ডে সংবাদমাধ্যমের ভূমিকার বিরুদ্ধেও সন্দীপের তরফে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ওই আইনজীবী। এহেন আইনজীবীকে এদিন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখে স্বাভাবিকভাবেই অনেকে বিস্মিত হন। তবে হাইকোর্টের আইনজীবীরা বলছেন, কারও পেশা আর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এক করে ফেলা ঠিক নয়।