নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিজেপির আন্দোলন থেকে পুলিসকে জুতো ছুড়ে মারার অভিযোগে বিজেপির এক নেত্রীকে গ্রেপ্তার করল পুলিস। চন্দননগর কমিশনারেটের পুলিস রিষড়া থেকে বুধবার সকালে পম্পা অধিকারী নামে ওই নেত্রীকে গ্রেপ্তার করে। তিনি বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি। এদিন নির্দিষ্ট ধারায় মামলা করে পুলিস তাঁকে আদালতে হাজির করেছিল। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শুনানির পর তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পুলিস কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। তবে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, সেদিন আর জি কর কাণ্ড নিয়ে দলীয় প্রতিবাদ ছিল। এক নারীকে নৃশংস হত্যার যে যন্ত্রণা, একজন নারী হিসেবে তা মানতে পারেননি তিনি। তারই বহিঃপ্রকাশ ঘটেছে সেদিন। আইন দিয়ে নাগরিকদের ক্ষোভ দমানোর চেষ্টা চলছে। নাগরিকরাই তা ব্যর্থ করে দেবেন।