কর্মীদের পদোন্নতি সংক্রান্ত সরকারি কমিটির মেয়াদ বৃদ্ধি
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের ডাইরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসের কর্মীদের পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য গঠিত হয়েছে মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটি। সেই কমিটির কার্যকালের মেয়াদ বাড়ানো হল। অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে এই কমিটি গত বছরের সেপ্টেম্বর মাসে গঠন করা হয়। কর্মী সংগঠনের কয়েকজনও রয়েছেন কমিটিতে। ৬ মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেই সময়সীমা গত ১০ মার্চ শেষ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর বিজ্ঞপ্তি জারি করে কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে একটিও বৈঠক করে উঠতে পারেনি। লোকসভা নির্বাচন সহ বিভিন্ন কারণে সরকারি কর্তাদের ব্যস্ততার জন্যই বৈঠক ডাকা সম্ভব হয়নি বলে খবর। কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায়। কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী বছর ডাইরেক্টরেট ও আঞ্চলিক অফিসের কর্মীদের জন্য আরও সুবিধা মিলবে বলে তাঁদের আশা।
প্রসঙ্গত, কর্মীদের পদোন্নতির পথ মসৃণ করার জন্য সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সচিবালয়ের কর্মীরা আগে থেকেই পদোন্নতির ক্ষেত্রে বেশি সুবিধা পেতেন। কিন্তু বাকি দুই স্তরের কর্মীদের পদোন্নতির সুযোগ খুব কম। যদিও ওই দু’টি স্তরেই ৯৫ শতাংশের বেশি সরকারি কর্মী কাজ করেন।