• রাজ্যজুড়ে ‘রাত-দখল’
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: জুনিয়র চিকিসৎকদের ডাকে সাড়া দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। বুধবার রাতে আর জি কর হাসপাতালে আন্দোলনরত পড়ুয়াদের অবস্থান মঞ্চে যোগ দেন নির্যাতিতার পরিবার। তাঁরা বলেন, ‘দেহ রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের চাপ দেওয়া হয়েছিল। টালা থানায় এক ঘণ্টা বসেছিলাম। তারপর বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে দেখি, সেখানে ৪০০ পুলিস দাঁড়িয়ে। তখন আর আমাদের কিছু করার ছিল না। দেহ পোড়াতে বাধ্য হই। কিন্তু সেদিন শ্মশানের খরচ কারা দিল, আমরা জানতে পারিনি আজ পর্যন্ত।

    এদিন শহরের উত্তর থেকে দক্ষিণ এবং শহরতলির বিভিন্ন এলাকায় ‘রাত-দখল’ কর্মসূচি চলে। কলেজ স্ট্রিটে জাতীয় পতাকা হাতে নিয়ে নানা বয়সের মানুষ জমায়েত করেন। শ্যামবাজার, কলেজ স্ট্রিট থেকে শুরু করে যাদবপুর, বেহালাতেও মোমবাতি মিছিল হয়। মিছিল ঘিরে গড়িয়া মোড়ে খানিক উত্তেজনাও ছড়ায়। শ্যামবাজার মোড়ে জমায়েতে যোগ দিতে গেলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে শুনতে হয় ‘গো ব্যাক’ স্লোগান। 

    এছাড়া উত্তর ২৪ পরগনার বারাসত, সোদপুর সহ একাধিক এলাকায় আলো বন্ধ করে নির্যাতিতা চিকিৎসকের খুন-ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনাতেও রায়দিঘি, বারুইপুর একের পর এক মিছিল হয়। 
  • Link to this news (বর্তমান)