নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুমকি দেওয়ার অভিযোগে এবার হাইকোর্টে মামলা দায়ের হল সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। আর জি কর কাণ্ডের পর ডাক্তারদের আন্দোলনকে অসম্মান ও তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল লাভলির বিরুদ্ধে। বুধবার বিষয়টি নিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। এই ব্যাপারে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। অভিযোগ, তৃণমূলের দলীয় কর্মসূচি থেকে লাভলি বলেন, ‘বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪-এ দাঁড়িয়ে বলছি, বদলা তো দূর, বদল ২০১১-তে হয়েছিল। বদলা ২০২৪-এ হবে।’ এছাড়া তিনি নাকি ডাক্তারদের ‘কসাই’ বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, নবান্ন অভিযানের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাস্কর। সেই মামলায় কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিস। পরবর্তী শুনানি ৬ নভেম্বর।