• কম্যান্ড হাসপাতালে বালুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট 
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ফের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট। ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যে রিপোর্ট জমা পড়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইডি। এরপরই দ্বিতীয়বার কোথায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা যায় তা নিয়ে ইডির কাছে তথ্য তলব করেছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। ইডির আর্জি অনুযায়ী কম্যান্ড হাসপাতালে বালুর স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আদালত। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, সাতদিনের মধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ইডিকে। তাদের তরফে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে ১১ সেপ্টেম্বরের মধ্যে। পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর। 

    বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন বালু। এর আগে শারীরিক কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি। সেই সূত্রেই তাঁর শারীরিক রিপোর্ট তলব করে আদালত। মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়লে সংশয় প্রকাশ করে ইডি। তারপরই অন্যকোনও হাসপাতালে বালুর ফের স্বাস্থ্য পরীক্ষার প্রসঙ্গটি আসে। এদিন সেই মামলার শুনানির পর কম্যান্ড হাসপাতালে ফের প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরীক্ষার নির্দেশ দেন বিচারপতি ঘোষ।
  • Link to this news (বর্তমান)