• ভারত, মরিশাসের নিজস্ব মুদ্রায় লেনদেনের উদ্যোগ
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজস্ব মুদ্রার বিনিময়েই যাতে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পাদন করা যায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে ভারত ও মরিশাস। কলকাতায় ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানালেন ভারতে নিযুক্ত মরিশাসের হাই কমিশনার হায়মনদয়াল দিল্লুম। তিনি বলেন, ‘ভস্ত্র’ অ্যাকাউন্ট খোলার ব্যাপারে দু’দেশেই উদ্যোগ শুরু হয়েছে। প্রসঙ্গত, এগুলি এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মাধ্যমে কোনও দেশ নিজের মুদ্রায় অন্য দেশে লেনদেন করতে পারে। 

    এদিন হাই কমিশনার বলেন, আফ্রিকার দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়াতে হলে মরিশাসকেও পাশে পাওয়া জরুরি যদি ভারতের। কারণ, সেখানকার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে মরিশাস তার অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আফ্রিকার যে দেশগুলিতে নিঃশুল্ক বাণিজ্যের সুযোগ পাওয়া যায়, সেখানে পণ্য রপ্তানিতেও মরিশাস উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এমনকী, মরিশাস এবং আমেরিকার মধ্যে যে আইনি চুক্তি বলবৎ আছে, তাতে ভারতের লগ্নিকারীরা মরিশাসে বিনিয়োগ ও সেখান থেকে মার্কিন মুলুকে রপ্তানিতে সুবিধা পাবেন, দাবি করেছেন এই কূটনীতিক।
  • Link to this news (বর্তমান)